নিউজ ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী এনএসটি স্কলারশীপ অর্জন করেছেন। তিনি উপজেলা কৃষি অফিসার (এল.আর), ডিএই, খামারবাড়ি, ঢাকা। বর্তমানে প্রেষণে ছুটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বনায়ন ও পরিবেশবিভাগে পিএইচডি কোর্সে অধ্যয়ন করছেন।

সম্প্রতি কৃষিবিদ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী সুষ্ঠুভাবে পিএইচডি কোর্স সম্পাদনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় এনএসটি স্কলারশীপ পেয়েছেন।

উল্লেখ্য ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন গ্রুপের মধ্য থেকে খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপের আওতায় মোট ১৬ জন পিএইচডি ফেলো স্কলারশীপ প্রাপ্ত হন।

আগামীকাল বুধবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত থেকে স্কলারশীপের চেক গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

১০ এপ্রিল সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরে বাংলা নগর ঢাকায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাকে এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আরও পড়ুন: মাশরুম চাষাবাদ