ইউরিয়া মোলাসেস স্ট্রেস। ছবি : সংগৃহীত।

অনেকেই প্রশ্ন করেন গরুকে খড়ের সাথে মিশিয়ে ইউরিয়া খাওয়ানোর নিয়ম কি। খড়ের সাথে ইউরিয়া খাওয়ানো খুবই সহজ। ইউরিয়া যেহেতু গরু প্রথমাবস্থায় খেতে চায় না তাই কিছু কৌশল অবলম্বন করতে হয়। এছাড়াও পরিমান মত ইউরিয়া খাওয়াতে হয়। আসুন জেনে নিই খড়ের সাথে মিশিয়ে ইউরিয়া খাওয়ানোর নিয়ম। লিখেছেন আব্দুস সালাম সাগর।

খড় প্রক্রিয়াজাতকরণ ১০ কেজি খড় ১০ কেজি পানি এবং ৫০০ গ্রাম ইউরিয়া বায়ুরোধী বড় বাঁশের ডোল (পাত্রবিশেষ) বা ইটের তৈরি হাউজে ৭-১০ দিন আবদ্ধ বায়ুরোধী অবস্থায় রেখে দিতে হবে।

তারপর ঐ খড় বের করে রৌদ্রে শুকিয়ে নিতে হবে যেন ইউরিয়া তীব্র গন্ধ কিছুটা কমে আসে। এই খড় গরু প্রথমে না খেলে কিছুটা চিড়াগুড় মিশিয়ে দেয়া যেতে পারে (২০০-৫০০ গ্রাম) গরুকে প্রথমে দৈনিক ৫ গ্রাম থেকে শুরু করে সবের্াচ্চ ৫০-৬০ গ্রাম ইউরিয়া খাওয়ানো যায়। ছোট গরুর ক্ষেত্রে ৩০-৪০ গ্রামের বেশী দৈনিক খাওয়ানো উচিত নয়।
দানাদার খাদ্যে ইউরিয়া ব্যবহার করে বিভিন্ন ওজনের গবাদি পশুর দৈনিক খাদ্যের তালিকা।

১০০ কেজি দৈহিক ওজনের গবাদিপশুর খাদ্য তালিকা
ধানের খড় = ২ কেজি
সবুজ ঘাস = ২ কেজি (ঘাস না থাকলে খড় ব্যবহার করতে হবে
দানদার খাদ্যে মিশ্রন = ১.২-২.৫ কেজি
ইউরিয়া = ৩৫ গ্রাম (নিয়মানুযায়ী)
চিটাগুড়া = ২০০-৪০০ গ্রাম
লবণ = ২৫ গ্রাম

আরোও পড়ুন: যেসব লক্ষণ দেখে গরু কিনলে শতভাগ সফলতা আসে

গরুর বাদলা রোগের লক্ষণ ও প্রতিকার

দানাদার খাদ্যের সাথে লবন, ইউরিয়া, চিটাগুড় এক সাথে মিশিয়ে দিনে ২ বার দিতে হবে। ধানের খড় এবং কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে এক সঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।

খড়ের সাথে মিশিয়ে ইউরিয়া খাওয়ানোর নিয়ম লিখেছেন আব্দুস সালাম সাগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।