নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর গোদাগাড়ীতে পানি সরবারহ স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজের উদ্ভোধন করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর, ২০২০) বিকেলে উপজেলার পৌরসভা ডাইংপাড়া ফিরোজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

আরও পড়ুন: গোদাগাড়ীতে অনলাইনে বিক্রির জন্য প্রস্তুত ৫২ হাজার কোরবানির পশু  

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, নৌকার সঙ্গে থাকলে উন্নয়ন ও ভ্যাগ্যের পরিবর্তন ঘটবে। আগামাী পৌর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে পৌরসভার আমুল পরিবর্তন হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে তা মাত্র শুরু । আগামীতে ব্যাপক উন্নয়ন ঘটবে যা গ্রাম শহরে পরিণত হবে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে ত্রাণের সাথে সবজি বিতরণ করলো কৃষি বিভাগ

উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল,  গোদাগাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাহিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯ কোটি টাকা ব্যয়ে পানি সরবারহ স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আগে গোদাগাড়ী ভুমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন সাংসদ।

এগ্রিকেয়ার / এমবি