ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সফল কৃষক দম্পতি অপূর্ব বিশ্বাস (৪৮) ও লিপিকা বিশ্বাস। মাছ চাষের ঘেরের আইলে বিউটি জাতের টমেটো চাষে সফল হয়েছেন তারা।

জানা যায়, গত ১ মসে তারা ১ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী ৩ মাসে আরো ৩ লাখ টাকার টমেটো বিক্রির আশাবাদ আশাবাদ ব্যক্ত করেছেন এ দম্পতি। শুধু এ বছরই নয় তারা ১৪ বছর ধরে তারা টমেটো চাষ করে আসছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাঁশের সাথে আইলের দাঁড়িয়ে আছে টমেটো গাছের সারি। টমেটো গাছে ধরেছে প্রচুর টমেটো। অপূর্ব বিশ^াস ও তার স্ত্রী লিপিকা হালাদার দিন-রাত টমেটো গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাঁচা-পাকা টমেটো দেখলে চোখ জুড়িয়ে যায়। অপূর্ব-লিপিকা দম্পতির ৩ একরের ঘেরে ৬০ শতাংশ আইল রয়েছে।এ আইলে তারা হাইব্রিড বিউটি ও বিপুল প্লাস জাতের ৪ হাজার ২০০ টমেটো গাছ রোপণ করেছেন।

এরমধ্যে ২ হাজার ১০০ গাছ আগাম বিউটি জাতের। তারা বিউটি জাতের টমোটো ১ মাস আগে থেকে তুলে বাজারে বিক্রি শুরু করছেন। এ জাতের টমেটো তারা ১ লাখ টাকা বিক্রি করেছেন। বিপুল প্লাস জাতের ২ হাজার ১০০ টমোটো গাছে ফুল ও ফল ধরেছে। ১৫ দিন পর তারা এ জাতের টমোটো বিক্রি করবেন। টমেটোর বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে হাসি ফুটেছে অপূর্ব- লিপিকা দম্পতির মুখে।

সফল কৃষক অপূর্ব বিশ^াস বলেন, ঘেরের আইলে টমেটো চাষে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ১ মাসে আগে মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি টমেটো ১২০ টাকা দরে বিক্রি করেছি। এখন প্রতি কেজি টমেটো ৫৫ টাকা দরে বিক্রি করছি। এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। আশা করছি আগামী ৩ মাসে আরো ৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব।

অপূর্ব বিশ^াসের স্ত্রী লিপিকা হালদার (৩৮) বলেন, আগে আমাদের সংসারে অভাব অনটন ছিল। আমরা অভাব অনটন দূর করতে নিজেদের ৩ একর জমিতে ঘের কাটি। ঘেরে বর্ষাকালে মাছ চাষ করি। শুস্ক মৌসুমে এখানে বোরো ধানের চাষাবাদ করি। ভাগ্য পরিবর্তের আশায় ২০০৮ সালে স্বামী-স্ত্রী ঘেরের আইলে টমেটো চাষাবাদ শুরু করি।

টমেটো চাষে আমাদের ভাগ্যের চাকা ঘুরেছে। এছাড়া ঘেরের আইলে সারা বছর করলা, শশা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাক-সবজির চাষাবাদ করি। দিনরাত পরিশ্রম করে প্রচুর ফসল উৎপাদন করি। এ আয় দিয়েই ছেলে অর্পণ ও মেয়ে অর্পিতাকে স্কুলে পড়াচ্ছি। এখন ছেলে-মেয়ে নিয়ে বেশ ভালো আছি। আমাদের দেখাদেখি অনেকে দম্পতি টমেটো চাষে ঝুঁকেছেন।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

এক কৌশলে ১৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে টমেটো!

পৃথিবীর সবচেয়ে কালো টমেটো ‘ব্ল্যাক বিউটি’ চাষ হচ্ছে দেশে

সারাবছর ফলন দিবে শাওনের বারমাসি টমেটো

গ্রীষ্মকালীন টমেটো বারি-৮ চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকের

রঘুনাথপুর ইউনিয়নের সার ও বীজ ডিলার কাজল চন্দ্র বিশ্বাস বলেন, বিউটি, বিউটি-২ আগাম হাইব্রিড জাতের টমেটো। এ টমেটো নভেম্বরের প্রথম দিকে পাকে। আগাম জাতের এ টমেটো ভালো দামে বিক্রি হয়। টমেটোর সাইজ ভালো। পাকার পর টমেটো টাইট থাকে। পরিবহনে সুবিধা হয়। পাকার পরও ৫ দিন পর্যন্ত ভালো থাকে। এসব কারণে কৃষক বিউটি জাতের টমেটো বেশি আবাদ করেন।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ^াস বলেন, এ দম্পতি টমেটো চাষের পাশাপাশি কৃষি কাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের দেখাদেখি আমাদের গ্রামের অন্তত ২৫ দম্পতি টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন করে বেশ ভালো আছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, রঘুনাথপুর পূর্ব-দক্ষিণপাড়া গ্রামের এ দম্পত্তির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এ দম্পতি ১৪ বছর ধরে ঘেরের আইলে টমোটো চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এখন তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে।

ওই কর্মকর্তা আরো জানান, প্রতিটি গাছ থেকে ওই কৃষক দম্পতি ৫ কেজি করে টমেটোর ফলন পাবেন। সেই হিসেবে তারা চলতি মৌসুমে কমপক্ষে ২১ মেট্রিক টন টমেটো ফলন পাবেন। গড়ে প্রতি কেজি টমেটো ২০ টাকা দরে বিক্রি করলে ৪ লাখ ২০ হাজার টাকার টমেটো তারা বিক্রি করতে পারবেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ দম্পতি বিউটি ও বিপুল প্লাস জাতের হাইব্রিড টমেটো চাষ করেছেন। টমেটোর কোয়ালিটি বেশ ভালো । বাজারে এ টমেটোর চাহিদাও ব্যাপক। তাই ভালো দাম পেয়ে এ দম্পতি টমেটো চাষে লাভবান হয়েছেন। ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। কৃষিতে তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘেরের আইলে বিউটি জাতের টমেটো চাষে সফল কৃষক দম্পতি সংবাদের তথ্য বাসস থেকে নেওয়া হয়েছে।

েএগ্রিকেয়ার/এমএইচ