নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ পরে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় মাছ ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায়নি। সেইসাথে মাগুর মাছ রাখার জন্য নির্মিত চৌবাচ্চাটি ধ্বংশ করা হয়।

আজ সোমবার (১২ অক্টোবর ২০২০) সকালে কানসাট মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল জানান, কানসাটের মাছের আড়তে আফ্রিকান মাগুর মজুদ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির নেতৃত্বে আজ সোমবার ভোর ৬টার দিকে মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৫০ মণ আফ্রিকান মাগুর জব্দ করা হয়। আড়তে মাছের মালিককে পাওয়া যায়নি।পরে স্থানীয় হতদরিদ্রদের মাঝে মাছগুলো বিতরণ করা হয়েছে।

আরোও পড়ুন: দেশী মাগুরের সাথে তেলাপিয়া মাছ চাষের সুবিধা

শিং-মাগুর ও কৈ মাছ কেন চাষ করব

চাঁপাইনবাবগঞ্জে ৫০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ চলাকালে ঘটনাস্থলে মাছ ব্যবসায়ীকে পাওয়া না যাওয়ায় মজুদের জন্য ব্যবহৃত চৌবাচ্চাটি শ্রমিক দিয়ে ভেঙ্গে ধ্বংশ করা হয়। শেষে স্থানীয়দের এ মাছ আমদানী না করার জন্য প্রাথমিকভাবে সর্তক করে দেয়া হয়।

এগ্রিকেয়ার/এমএইচ