চীনে পণ্য রফতানিতে ৫

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চীনে পণ্য রফতানিতে ৫ হাজার পণ্যের ৯৭% শুল্কমুক্ত পেল বাংলাদেশ। চলতি বছরের ১ জুলাই থেকে বাংলাদেশ এ সুবিধা পাবে। আগামী ২০২৪ সাল পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

শুক্রবার (১৯ ‍জুন, ২০২০) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশ হিসেবে চীনের বাজারে আরও ৫ হাজার ১৬১ পণ্যের ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে বাংলাদেশ।

বর্তমানে চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৩৬৩ কোটি ৮৮ লাখ ডলারের। এসময় দেশটিতে বাংলাদেশের পণ্য রফতানি হয়েছে ৮৩ কোটি ১২ লাখ ডলারের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রফতানি বৃদ্ধির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক দিক-নির্দেশনায় এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নেয়। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে চীনের সঙ্গে বিনিময়পত্রে স্বাক্ষর করে।

আরও পড়ুন: করোনায় এগিয়ে যাচ্ছে কম্বোডিয়ার চাল রফতানি

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে শর্তহীনভাবে ৯৭ শতাংশ পণ্যে অর্থাৎ সর্বমোট ৮ হাজার ২৫৬টি এইচএস কোড শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়ে আদেশ জারি করে। এর ফলে চীনের বাজারে বাংলাদেশের সব সম্ভাবনাময় পণ্য শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরো আরও বলা হয়, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় এক-পাক্ষিকভাবে স্বল্পোন্নত দেশগুলোকে এ সুবিধা দেয়ায় বাংলাদেশকে এর বিপরীতে কোনো ছাড় দিতে হবে না।

নতুন এ সুবিধা পাওয়ার ফলে বাংলাদেশের পণ্যের তালিকার পরিধি বেড়ে ৮ হাজার ২৫৬ হবে। বাংলাদেশ ইতিমধ্যে চীন থেকে এপিটির আওতায় ৩ হাজার ৯৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।

ওই সুবিধার বাইরে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো। এতে শুল্কমুক্ত সুবিধার আওতায় চীনের বাজারে বাংলাদেশের ৮ হাজার ২৫৬টি পণ্য শুল্কমুক্ত সুবিধার আওতায় এল।

চীনে পণ্য রফতানিতে ৫ হাজার পণ্যের ৯৭% শুল্কমুক্ত পেল বাংলাদেশ শিরোনামের সংবাদটি তৈরিতে বণিক বার্তা ও প্রথম আলো সংবাদ মাধ্যম থেকে তথ্য সহযোগিতা নেয়া হয়েছে।