নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতীয় পাট দিবস ২০১৮ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হয় এ শোভাযাত্রা। এরপাশাপাশি রোড প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

রোড প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সোনালী আঁশ পাটের হরানো গৌবর ফিরিয়ে আনতে পাটপণ্যের  ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও আধুনিকায়ন জরুরি।

মির্জা আজম জানান, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

এবছর পাট দিবসের প্রতিপাদ্য ‘সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’। আগামী ৬ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬ থেকে ৮ মার্চ তিন দিনব্যাপী পাটজাত পণ্যের মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।