খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সকালের নাস্তায় জ্যাম, জেলি বা বাটার পুষ্টিসমৃদ্ধ খাদ্য। বাচ্চাদের স্কুলের সময় চটজলদি খাবারের জন্য আমরা এ ধরনের নাস্তার উপর খুবই নির্ভরশীল। এগুলো যেমন মজাদার ঠিক তেমনি পুষ্টিকরও।তাই বাচ্চাদেরকে বাদামের পুষ্টি প্রদানের জন্য আমরা ঘরে বসেই খুব সহজেই পিনাট বাটার তৈরি করতে পারি।

আসুন জেনে নিই পিনাট বাটার তৈরির সহজ রসিপি:

যা যা লাগবে: ভাজা চীনা বাদাম- দেড় কাপ, বাদাম তেল/মাখন- টেবিল চামচ, মধু- টেবিল চামচ, লবণ- ১/২ চা চামচ।

আরও পড়ুন: জেনে নিন ইলিশের লেজ ভর্তার রেসিপি

পদ্ধতি: ভাজা বাদাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এবার বাদামের সাথে এক টেবিল চামচ বাদাম তেল/মাখন মেশান। উল্লেখ্য, মাখন ব্যবহার করার আগে প্যানে গলিয়ে নিতে হবে। বাদামের সঙ্গে তেল/মাখন মেশানোর পর, এতে লবণ ও মধু মিশিয়ে নিন।

লবণ আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করুন আর মধু চাইলে ব্যবহার নাও করতে পারেন। এবার বাদাম ও তেল/মাখনের মিশ্রণকে ভালভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

আরও পড়ুন: জেনে নিন ভাপা ডিমের ঝোল তৈরির রেসিপি

যতক্ষণ না পর্যন্ত বাদাম পুরোপুরি মসৃণ হয়, ততক্ষন ব্লেন্ড করতে হবে। কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ড হয়ে গেলে তৈরি হয়ে গেল মজাদার পিনাট বাটার।

জেনে নিন পিনাট বাটার তৈরির সহজ রেসিপি শিরোনামে লেখাটির তথ্য দৈনিক ইত্তেফাক থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি