ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অসাধু জেলেদের জালে ৫২ কেজি ওজনের একটি ডলফিন (শুশুক) আটকা পড়েছে। পরে জেলেরা ঐ ডলফিনটি হত্যা করে ফেলে যায়।

আজ শুক্রবার সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে ডলফিনটিকে হত্যা করা হয়। গেল কয়েক মাসে হালদায় এ যাবৎ ২৪ টি ডলফিনকে মৃত উদ্ধার করা হয়।

সকালের দিকে সংবাদ পাওয়ার সাথে সাথে আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে মাটি চাপা দেয়া হয়।

আরোও পড়ুন:২ টাকা কেজি ঝড়ে পড়া আম!