এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: টাকি মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে সফলতা লাভ করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র এর বিজ্ঞানীরা।

কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হওয়ায় মৌসুমী জলাশয়ে অন্যান্য প্রজাতির মাছের সাথে বাণিজ্যিক ভাবে চাষাবাদের মাধ্যমে মাছটির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

এর বৈজ্ঞানিক নাম Channa punctatus. সুস্বাদু মাছ হিসাবে পরিচিত টাকি মাছ আমাদের দেশে লাটি, শাটি ইত্যাদি নামে পরিচিত। একসময় এ মাছটি প্রচুর পরিমাণে পাওয়া গেলেও প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে দিন দিন এর প্রাচুর্যতা হ্রাস পাচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার মাধ্যমে দেশে মাছটির পর্যাপ্ততা নিশ্চিত হবে বলে বিজ্ঞানীরা আশা করছেন।

গবেষণার নেতৃত্বে ছিলেন সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র প্রধান ড. খোন্দকার রশীদুল হাসান। এসব তথ্য এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত আহমেদ।