নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর পবা উপজেলার কলারটিকর বিলে দুর্দিনে খাদ্য পুষ্টি যোগানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য বিভাগ। রোববার (১২ জুলাই ২০২০) সকালে উপজেলার টিকর বিলে প্রায় ১ লাখ ৮০ হাজার পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রুই, কাতলা মৃগেল, কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার অলক কুমার সাহা।

এসময় আরোও উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বক্কর ছিদ্দিক, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান।

সার্বিক দায়িত্বে থাকা পবা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, টিকরবিলে ১ লাখ ৮০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিলের হাফ হেক্টর জমিতে রেণু পোনা উৎপাদনের পর প্রায় ৭০ হেক্টর জমিতে এ পোনা অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, এ পোনামাছ অবমুক্তির ফলে টিকর বিল তীরবর্তী প্রায় ৩০০ জন জেলে পরিবার সুফল ভোগ করতে পারবেন।