জ্যেষ্ঠ প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঈদুল আযহা উপলক্ষে আর কদিন পরেই হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু আসা শুরু হবে।

এ উপলক্ষে রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের পশুর হাটগুলোর নাম ও ঠিকানা ঠিক করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রস্তুতিও প্রায় শেষের দিকে।

চলতি মৌসুমে ‍দুই সিটিতে মোট ২৩টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ১০টি ও দক্ষিণ সিটিতে ১৩টি হাট বসবে। প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) ডা. মো. শহিদ ‍উল্যা এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই সিটির পক্ষ থেকে প্রাণি সম্পদ অধিদফতরের হাটের ঠিকানা ও নাম পাঠিয়েছে সংশ্লিষ্টরা। এসব হাটে চিকিৎসা, পরামর্শসহ আনুসঙ্গিক সেবা দেয়ার লক্ষ্যে আমাদের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এবার মোট ভেটেরিনারি মেডিকেল টিম থাকছে ২৬টি। এছাড়া জরুরিসহ একাধিক টিম ব্যবস্থাপনা রয়েছে।

উত্তর সিটি কর্পোরেশরেনের হাটের নাম ও ঠিকানা: ০১. মিরপুর গাবতলী গবাদিপশুর হাট, স্থায়ী। ০২. উত্তরা ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজের পশ্চিমের ফাঁকা জায়গা। ০৩. খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তর পার্শ্বের বসুন্ধরা হাউজিং এর খালি জায়গা,

০৪. খিলক্ষেত বনরুপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, ০৫. ভাটারা (সাইদ নগর) পশুর হাট, ০৬. ঢাকা পলিটেনিক ইনস্টিটিউট এর খেলার মাঠ, ০৭. মোহাম্মদপুর বুদ্ধিজীবি সড়ক সংলগ্ন (বছিলা), পুলিশ লাইনের খালি জায়গা। ০৮. মিরপুর সেকশন ০৬ ওয়ার্ড নং ইষ্টার্ণ হাউজিং এর খালি জায়গা।

০৯. মিরপুর ডিওএইচ এস রংলগ্ন উত্তর পার্শ্বের সেতু প্রাপার্টি ও সংলগ্ন খালি জায়গা ও ১০. উত্তর খান মৈনারটেক শহিদ নগর হাউজিং এর খালি জায়গা জিগাতলা হাজারীবাগ মাঠ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলো: ০১. রহমতগঞ্জ খেলার মাঠ, ০২. লালবাগ মেরাদিয়া বাজার, ০৩. খিলগাঁও সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ধোলাইখাল, ০৪. ঢাকা উত্তর শাহজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ।

০৫. ধুপখোলা ইষ্ট এন্ড ক্লাব মাঠ, ০৬. ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, ০৭. গোপীবাগ, ০৮. কমলাপুর পোস্তগোলা শ্বশ্মান ঘাট সংলগ্ন খালি জায়গা, ০৯. কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ীর মোড় থেকে বুড়িগঙ্গাবাঁধ সংলগ্ন জায়গা।

১০. আরমানিটোলা খেলার মাঠ, ১১. কমলাপুর স্টেডিয়ামের আশে পাশে খালি জায়গা রাস্তার পূর্ব পাশ। ১২. দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ী, ১৩. শ্যামপুর বালুর মাঠ, কদমতলী, ঢাকা।