প্রথমবারের মতো জাতীয় বীজ

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তৃতীয়বারের মতো  জাতীয় বীজ মেলা, শুক্রবার (২৮ জুন) উদ্বোধন হচ্ছে। মেলায় ফসলের মূল প্রাণ বীজ নিয়ে মিলবে দরকারি নানা তথ্য।

পাওয়া যাবে মান সম্মত বীজ ব্যবহারের নানা দিক নির্দেশনা। ভালো বীজের গুণ, প্রয়োজনীয়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন বীজ ব্যবহারকারীরা।



আগামী শুক্রবার (২৮ জুন) রাজধানীর ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে এ মেলা বসবে। তিনদিনব্যাপী মেলা চলবে ৩০ জুন পর্যন্ত।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। এ উপলক্ষে বিএআরসি মিলনায়তনে ‘খাদ্য উৎপাদন অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার’ প্রতিপাদ্যের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগ এর মহাপরিচালক আশ্রাফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ও বাংলাদেশ কৃষি উ্ন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান মো. ফজলে ওয়াহেদ খোন্দকার।

সেমিনারে ‘খাদ্য উৎপাদন অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার’ এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

আরও পড়ুন: কৃষকেরা সমবায় ভিত্তিক কৃষিযন্ত্র ক্রয় করতে পারেন

মূল প্রবন্ধের ওপর আলোচনা করবেন কৃষিসচিব (অব:) আনোয়ার ফারুক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. শহীদুর ভুঁইয়া।

সবার জন্যে উন্মুক্ত এ মেলা ও সেমিনার শুক্রবার (২৮ জুন, ২০১৯) বেলা ৩টায় উদ্বোধনের পাশাপাশি সেমিনার শুরু হবে। এতে অংশ নিবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

তৃতীয়বারের মতো জাতীয় বীজ মেলা, শুক্রবার (২৮ জুন) উদ্বোধন হওয়ার পর বিভিন্ন স্টলে প্রদর্শন করা হবে হরেক রকমের বীজ। তুলে ধরা হবে নানা তথ্য।