আন্তর্জাতিক কৃষি, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলায় সবচেয়ে বড় চা নিলাম কেন্দ্র কনোড়ে কমেছে চায়ের সরবরাহ। সর্বশেষ সপ্তাহে নিলামে চায়ের সরবরাহ আগের সপ্তাহের তুলনায় কমেছে।

আরও পড়ুন: করলার তেতো চায়ের যেসব উপকার

কনোড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (সিটিটিএ) আয়োজিত সর্বশেষ গত বৃহস্পতিবার ও শুক্রবারে সর্বমোট ৪২টি নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ২৬ লাখ ৪৫ হাজার চায়ের সরবরাহ ছিল, যা আগের সপ্তাহের তুলনায় ৭২ হাজার কেজি কম।

সিটিটিএ সংস্থাটি  বলছে, সর্বশেষ এ নিলামে সরবরাহ করা চায়ের মধ্যে ২৫ লাখ ২৬ হাজার কেজি চা ছিল সিটিসি ভ্যারাইটির। আর মাত্র ১ লাখ ১৯ হাজার কেজি চা ছিল অর্থোডক্স ভ্যারাইটির।

আরও পড়ুন: উৎপাদন কমে যাওয়া ভারতে চায়ের বাজার গরম

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনবারী দেশ। পণ্যটির রফতানি বাণিজ্যেও দেশটি প্রসিদ্ধ। কিন্তু করোনা মহামারীতে উৎপাদন কমে যাওয়ায় পণ্যটির সরবরাহ বেশ ওঠানামা করছে।

দক্ষিণ ভারতের কনোড়ে কমেছে চায়ের সরবরাহ  শিরোনামে লেখাটির তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি