নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম:  হু-হু করে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এ সপ্তাহের শেষে দাম বেড়েছে পামওয়েল তেলসহ বেশ কয়েকটি পণ্যের। অন্যদিকে কমেছে খোলা আটা, ডিম, রশুনসহ কিছু দ্রব্যের। অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। প্রকাশিত তথ্যে দেখা যায়, সপ্তাহের শুরুতেই দাম বেড়েছে চাল-ডিম, ডাল ও সব ধরণের তেলের।

পড়তে পারেন: চাল, পেঁয়াজের দাম বেড়েছে, কমেছে তেল, আদার

দাম বেড়েছে পামওয়েল (লুজ, সুপার), সয়াবিন (লুজ, ৫লি: বোতল), হলুদ(দেশী), পিয়াজ(দেশী), আলু, দারুচিনি, চাল (মাঝারী), ময়দা (খোলা), এর মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কমেছে চাল(মোটা), আটা(খোলা), ডিম, রশুন(দেশী), আদা(আম), এর মূল্য হ্রাস পেয়েছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজম পুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পণ্যের নাম মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
১০-০২-২০২২০৩-০২-২০২২
চালসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
চাল সরু (নাজির/মিনিকেট)প্রতি কেজি            ৬০              ৬৮          ৬০           ৬৮
চাল (মাঝারী)পাইজাম/লতাপ্রতি কেজি            ৫০              ৫৮          ৫০           ৫৬
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরিপ্রতি কেজি            ৪৪              ৪৮          ৪৫           ৫০
আটা/ময়দা
আটা সাদা (খোলা)প্রতি কেজি           ৩৩              ৩৬          ৩৪           ৩৬
আটা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ            ৪০              ৪৫          ৪০           ৪৫
ময়দা (খোলা)প্রতি কেজি            ৪৫              ৫০          ৪৫           ৪৮
ময়দা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ            ৫০              ৫৫          ৫০           ৫৫
ভোজ্য তেল
সয়াবিন তেল (লুজ)প্রতি লিটার          ১৪৬            ১৫৩         ১৪৫          ১৫০
সয়াবিন তেল (বোতল)৫ লিটার           ৭৪০            ৭৮০        ৭৩০          ৭৮০
সয়াবিন তেল (বোতল)১ লিটার          ১৫৫            ১৬৫        ১৫৫          ১৬৫
পাম অয়েল (লুজ)প্রতি লিটার          ১৩৫             ১৪০        ১৩৩         ১৩৬
পাম অয়েল (সুপার)প্রতি লিটার          ১৩৮             ১৪২        ১৩৫          ১৪০
 ডাল
মশুর ডাল (বড় দানা)প্রতি কেজি            ৯৫             ১০০          ৯৫          ১০০
মশূর ডাল (মাঝারী দানা)প্রতি কেজি          ১০৫             ১১০         ১০৫          ১১০
মশুর ডাল (ছোট দানা)প্রতি কেজি           ১১৫             ১২০         ১১৫          ১২০
মুগ ডাল (মানভেদে)প্রতি কেজি           ১২০            ১৩৫         ১২০          ১৩৫
এ্যাংকর ডালপ্রতি কেজি            ৪৮              ৫০          ৪৮           ৫০
ছোলা (মানভেদে)প্রতি কেজি            ৭০              ৭৫          ৭০            ৭৫
আলু (মানভেদে)প্রতি কেজি            ১৫              ২০          ১২           ১৮
মসলাঃ
পিঁয়াজ (দেশী)প্রতি কেজি            ২৫              ৩৫          ২০           ৩০
পিঁয়াজ (আমদানি)প্রতি কেজি            ৪০              ৫০          ৪০           ৫০
রসুন (দেশী)প্রতি কেজি            ৪০              ৬০          ৫০           ৬০
রসুন (আমদানি)প্রতি কেজি           ১০০             ১১০         ১০০          ১১০
শুকনা মরিচ (দেশী)প্রতি কেজি          ১৫০            ১৮০         ১৫০          ১৮০
শুকনা মরিচ (আমদানি)প্রতি কেজি          ২৬০            ৩৫০        ২৬০         ৩৫০
হলুদ (দেশী)প্রতি কেজি          ২০০            ২৩০         ২০০          ২২০
হলুদ (আমদানি)প্রতি কেজি          ১৬০            ১৮০        ১৬০          ১৮০
আদা (দেশী) নতুনপ্রতি কেজি            ৮০             ১২০          ৮০          ১২০
আদা (আমদানি)প্রতি কেজি            ৬০             ১০০          ৬০          ১১০
জিরাপ্রতি কেজি          ৩০০             ৪২০        ৩০০          ৪২০
দারুচিনিপ্রতি কেজি          ৪০০            ৫০০        ৩৮০          ৫০০
লবঙ্গপ্রতি কেজি        ১,০০০          ১,২০০      ১,০০০       ১,২০০
এলাচ(ছোট)প্রতি কেজি        ১,৯০০          ৩,০০০      ১,৯০০       ৩,০০০
ধনেপ্রতি কেজি           ১১০             ১৪০         ১১০          ১৪০
তেজপাতাপ্রতি কেজি          ১৫০             ২০০         ১৫০          ২০০
মাছ ও গোশত:
রুইপ্রতি কেজি          ২৫০            ৩৫০        ২৫০         ৩৫০
ইলিশপ্রতি কেজি          ৬০০          ১,২০০        ৬০০       ১,২০০
গরুপ্রতি কেজি          ৫৮০            ৬২০        ৫৮০          ৬০০
খাসীপ্রতি কেজি          ৮০০            ৯০০        ৮০০          ৯০০
মুরগী(ব্রয়লার)প্রতি কেজি           ১৪০             ১৫০         ১৪০          ১৫০
মুরগী (দেশী)প্রতি কেজি          ৪২০            ৪৫০         ৪২০          ৪৫০
গুড়া দুধ(প্যাকেটজাত)
ডানো১ কেজি          ৬৫০            ৬৮০        ৬৫০         ৬৮০
ডিপ্লোমা (নিউজিল্যান্ড)১ কেজি          ৬৪০            ৬৭০        ৬৪০          ৬৭০
ফ্রেশ১ কেজি          ৫৮০            ৫৯০        ৫৮০          ৫৯০
মার্কস১ কেজি          ৫৮০            ৬২০        ৫৮০          ৬২০
পণ্যের নাম মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
১০-০২-২০২২০৩-০২-২০২২
বিবিধঃসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
চিনিপ্রতি কেজি            ৭৫              ৭৮          ৭৫           ৭৮
খেজুর(সাধারণ মানের)প্রতি কেজি          ১৫০            ৩৫০         ১৫০         ৩৫০
লবণ(প্যাঃ)আয়োডিনযুক্ত(মানভেদে)প্রতি কেজি            ৩০              ৩৫          ৩০           ৩৫
ডিম (ফার্ম)প্রতি হালি            ৩৫              ৩৭          ৩৫           ৩৮
লেখার কাগজ(সাদা)প্রতি দিস্তা            ২০              ২৫          ২০           ২৫
এম,এস রড (৬০ গ্রেড)প্রতি মেঃটন      ৭৭,০০০        ৮২,৫০০     ৭৭,০০০     ৮২,৫০০
এম,এস রড( ৪০ গ্রেড)প্রতি মেঃটন      ৭০,০০০        ৭৭,৫০০    ৭০,০০০      ৭৭,৫০০

যে সকল পণ্যের মূল্য হ্রাস/বৃদ্ধি হয়েছেঃ
      পণ্যের নামমাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)  এক সপ্তাহ পূর্বের মূল্য
চাল (মাঝারী)পাইজাম/লতাপ্রতি কেজি            ৫০              ৫৮          ৫০           ৫৬
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরিপ্রতি কেজি            ৪৪              ৪৮          ৪৫           ৫০
আটা সাদা (খোলা)প্রতি কেজি           ৩৩              ৩৬          ৩৫           ৩৬
ময়দা (খোলা)প্রতি কেজি            ৪৫              ৫০          ৪৫           ৪৮
সয়াবিন তেল (লুজ)প্রতি লিটার          ১৪৬            ১৫৩         ১৪৫          ১৫০
সয়াবিন তেল (বোতল)৫ লিটার           ৭৪০            ৭৮০        ৭৩০          ৭৮০
পাম অয়েল (লুজ)প্রতি লিটার          ১৩৫             ১৪০        ১৩৩         ১৩৬
পাম অয়েল (সুপার)প্রতি লিটার          ১৩৮             ১৪২        ১৩৫          ১৪০
আলু (মানভেদে)প্রতি কেজি            ১৫              ২০          ১২           ১৮
পিঁয়াজ (দেশী)প্রতি কেজি            ২৫              ৩৫          ২০           ৩০
রসুন (দেশী)প্রতি কেজি            ৪০              ৬০          ৫০           ৬০
হলুদ (দেশী)প্রতি কেজি          ২০০            ২৩০         ২০০          ২২০
আদা (আমদানি)প্রতি কেজি            ৬০             ১০০          ৬০          ১১০
দারুচিনিপ্রতি কেজি          ৪০০            ৫০০        ৩৮০          ৫০০
ডিম (ফার্ম)প্রতি হালি            ৩৫              ৩৭          ৩৫           ৩৮

সূত্র: টিসিবি

এগ্রিকেয়ার/এমএইচ