প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে মসলার বাজার বেশ চড়েছে। দেশী রসুন ৭০ টাকা হলেও ভারত থেকে আমদানি করা রসুন ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে। বেড়েছে ডালের দাম। বাদ যায়নি মাছও। তবে, সবজির বাজারে স্বস্তি মিলেছে।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়াবাজারে ঘুরে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি জ্বালানি ও ডলারের দাম উঠানামার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আকাশছোঁয়া হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিম্ন ও মধ্যবিত্তরা বাজারে আসা ছেড়েই দিয়েছেন বলতে গেলে। প্রতি মাসের শুরুতে ক্রেতাদের আনাগোনা বাড়লেও মাঝখানে দেখা যাচ্ছে না।

মেছুয়া বাজারের মসলা বিক্রেতা হাসিবুল ইসলাম জানান, পেঁয়াজ, রসুন, আলু, আদার দাম না বাড়লেও বাজারে ক্রেতা নেই। প্রতি মাসে যে পরিমাণ বেচাকেনা হতো এবার তার চেয়ে অনেক কম হচ্ছে। দেশি পেঁয়াজ ৩৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা, দেশি রসুন ৭০ টাকা, ভারতীয় রসুন ১১০ টাকা, আদা ৭০ টাকা, হল্যান্ড আলু ২৪, টাকা, দেশি আলু ৩০ টাকা, শুকনা মরিচ ৩২০ টাকা, ভারতীয় শুকনা মরিচ ৪২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পড়তে পারেন: চায়না রসুন ১৫০ দেশী ৭০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম

মেছুয়া বাজারে কমা বাড়ার মধ্যে রয়েছে মসলার বাজার। জিরা কেজিতে ২০ টাকা কমে ৪৬০ টাকা, ৫০ টাকা বেড়ে এলাচ ১৪৫০ টাকা, কালোজিরা ২৪০ টাকা, শুকনা মরিচের গুঁড়া ১৫ টাকা কমে ৩০০ টাকা, হলুদের গুঁড়া ২০ টাকা বেড়ে ১২০ টাকা, ধনিয়া গুঁড়া ১৪০ টাকা, সরিষা ১০০-১২০ টাকা, তিল ১৬০ টাকা, মেথি ১২০ টাকা, তিষি ২০ টাকা বেড়ে ১৩০ টাকা ও দারচিনি ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মাসকলাই ডাল পাঁচ টাকা বেড়ে ১০৫ টাকা, ভাঙা মাসকলাই ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, বুটের ডাল দুই টাকা কমে ৭০ টাকা, খেসারি পাঁচ টাকা কমে ৭০ টাকা, মুগডাল ১২০ টাকা, মটর পাঁচ টাকা বেড়ে ৬৫ টাকা, ছোলা দুই টাকা কমে ৭০ টাকা ও অ্যাংকর পাঁচ টাকা বেড়ে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পড়তে পারেন: বাড়ছে ভারতীয় পেঁয়াজ, আদা-রসুনের দাম

মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে রুই মাছ ৩০০ টাকা, কাতো ৩২০ টাকা, পাবদা ৩০০ টাকা, মলা ৩৫০ টাকা, বাইম ৮০০, চিংড়ি ৬০০ টাকা, রাজপুঁটি ৩২০ টাকা, কালবাউশ ৪০০ টাকা, গ্লাসকার্প ২৮০ টাকা, ট্যাংরা ৪০০ টাকা, পাঙাশ ১৬০ টাকা, সিলভার কার্প ২৬০ টাকা, বড় মৃগেল ৩০০ টাকা, শিং মাছ ৫০০ টাকা, শোল মাছ ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে, করলা ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, পটল ৩০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, বেগুন ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, ফুলকপি ৮০ টাকা, লাউ ৫০ টাকা পিস, শসা ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, কচু ৫০ টাকা, শিম ১৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, টমেটো ১৪০ টাকা কেজি ও কাঁচকলা ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ