ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশে ১ মাসের মধ্যে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আজ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। এ নিয়ে মোট চার হাজার ৮২ জন মারা গেলেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৫১৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন তিন লাখ দুই হাজার ১৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪২৭ জন।

আজ বুধবার ২৬ আগস্ট ২০২০ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৫১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ দুই হাজার ১৪৭ জনে।

করোনাভাইরাস শনাক্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫ তম। এরই মধ্যে পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়ার মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আগে রয়েছে ভারত, ইরান ও সৌদি। আর দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

আরোও পড়ুন: করোনা হয়েছে, জ্বর নেই, উপসর্গও নেই! করণীয় কি?

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। ফলে দেশে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯০ হাজার ১৮৩ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।