ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫১ কেজি পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১টায় মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরসহ ৯টি জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ আমির আবদুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান,।

নওগাঁর নিয়ামতপুরে ৩৫১ কেজি পোনামাছ অবমুক্তকরণে আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।