ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: বাজারে আলুর দাম বেশি হওয়ায় এবার নওগাঁ জেলায় মাঠে মাঠে আলু রোপন শুরু হয়েছে। জমিতে হাল চাষ এবং বীজ রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি রবি মৌসুমে ২০ হাজার ৯৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি ২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ’ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪শ’ ২৫ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৭শ’ ৭৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১শ’ ৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩শ’ ৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪শ’ ৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫শ’ ৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ’ ৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪শ’ ১০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ’ ১০ মেট্রিক টন।

আরোও পড়ুন: রাজশাহীতে চলতি মৌসুমে ৩৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ

এছাড়া পত্নীতলা উপজেলায় ১ হাজার ৬শ’ ৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮শ’ ৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪শ’ ১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪শ’ ৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২শ’ ১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮শ’ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২শ’ ৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫শ’ ৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ’ ১০ মেট্রিক টন আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলে কৃষি অফিস সূত্র জানিয়েছেন।

আরোও পড়ুন: আলু চাষে ব্যস্ত রাজশাহীর চাষিরা

নওগাঁয় ২০ হাজার ৯৬০ হেক্টর জমিতে আলু চাষ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ এগ্রিকেয়ার২৪.কমকে জানান, নওগাঁ জেলায় সাধারণত কার্ডিনাল আলুর বেশি চাষ হয়ে থাকে। এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন।

এগ্রিকেয়ার/এমএইচ