মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের কর্মস্থলে

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একাধিক পদে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৩। বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বাণিজ্য বিভাগের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ক্যাশ সরকার। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১৪। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা : প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীদের https://mofl.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি : বিজ্ঞপ্তির ১-৩ নম্বর পদের জন্য পরীক্ষা ফি, সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে ৫ মে, ২০২২ পর্যন্ত।

এগ্রিকেয়ার/এমএইচ