সজিবুল হৃদয়, লালপুর (নাটোর): নাটোরে এবার প্রায় ৩২২ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমের উৎপাদন নিয়ে শঙ্কা থাকলেও আমের দাম গতবারের তুলনায় বেশ ভালো হওয়ায় খুশি আম চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে আমবাগান রয়েছে ৫ হাজার ৭৩৯ হেক্টর। এসব জমিতে আমের উৎপাদন হবে প্রায় ৭৯ হাজার ৪৮২ মেট্রিকটন আম। হেক্টরে প্রায় ১৩ দশমিক ৮ টন হিসেবে ফলন ধরা হয়েছে। প্রতিকেজি আমের দাম গড়ে ৪৫ টাকা হিসেবে ৩২১ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকার বাণিজ্য সম্ভবনা তৈরি হয়েছে।

পড়তে পারেন: দিনাজপুরে এক লিচুর দাম ২০ টাকা, হাজার কোটি টাকার বিক্রি

জেলার ৭ উপজেলায় আম উৎপাদনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, চলতি মৌসুমে সবচেয়ে বেশি আম চাষ হয়েছে লালপুর উপজেলায়। এ উপজেলায় ১৮০৫ হেক্টর জমিতে ২৭ হাজার ১৫ মেট্রিকটন, টাকার অঙ্কে প্রায় ১১০ কোটি টাকা। যা জেলার এক-তৃতীয়াংশ। আর জেলায় সবচেয়ে কম আমের চাষ হয়েছে গুরুদাসপুরে। এ উপজেলায় ২৯২ হেক্টর জমিতে ৪ হাজার ৯৬৩ মেক্টিকট্রন আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।

এদিকে কথা হয় চাষিদের সাথে। লালপুর উপজেলার আম চাষি উত্তম কুমার ও খোদাবক্স এগ্রিকেয়ার২৪.কমকে জানান, এ বছর আমের বাগানে একটু কম মুুকুল কম হয়েছে। আমের উৎপাদন কম। তবে আমের দাম গতবারের দ্বিগুণ হওয়ায় গত কয়েক বছরের তুলনায় দাম ভালো পাবেন।

পড়তে পারেন: নাটোরে থোকায় ঝুলছে টুকটুকে লিচু, ৩০০ কোটি টাকার বাণিজ্য

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. ইয়াছিন আলী এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, এবছর প্রতিকূল আবহাওয়ার কারণে আমের উৎপাদন কম হলেও দাম ভালো পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন। এছাড়া লালপুরের মাটি উচু এবং আমচাষের উপযোগী হওয়ায় জেলার সিংহভাগ আম এ উপজেলায় উৎপাদন হয়।

এগ্রিকেয়ার/এমএইচ