ধর্ম ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকালে কি হয়! মাঝেমধ্যে নামাজের রাকাত সংখ্যায় ভুল হয়ে যায় অনেকের। অনেকেই নামাজে মনোযোগহীনতায় আক্রান্ত। এক হাদিসে রাসুল (সা.) এটিকে ‘শয়তানের ছিনতাই’ বলেছেন।

এ সমস্যা বিষয়ে রাসুল (সা.) বলেন, ‘যে সুন্দরভাবে অজু করে, অতঃপর মন ও শরীর একত্র করে (একাগ্রতার সঙ্গে) দুই রাকাত নামাজ আদায় করে, (অন্য বর্ণনায় এসেছে, যেই নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না) তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।’ (নাসায়ি, হাদিস : ১৫১; বুখারি, হাদিস : ১৯৩৪)

শয়তানের হস্তক্ষেপে নামাজে এদিক সেদিক তাকায় মানুষ। মনোযোগী হতে পারে পারে না। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমি নবী সা:-কে নামাজের মধ্যে মানুষের এদিক সেদিক নজর করার ব্যাপারে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, এটা (নামাজে শয়তানের) হস্তক্ষেপ। যা সেই শয়তান তোমাদের নামাজে করে থাকে। ( সহীহ আল বুখারী-৩০৪৯)

এগ্রিকেয়ার/এমএইচ