নির্ধারিত সময়ে CBS বাস্তবায়নের

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: নির্ধারিত সময়ে CBS বাস্তবায়নের মাধ্যমে রাকাবের ব্যাংকিং সেবা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ।

সোমবার (৭ অক্টোবর, ২০১৯) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর Core Banking Solution (CBS) বাস্তবায়নের লক্ষে ব্যাংক ব্যবস্থাপনার সাথে রাজশাহী বিভাগের জোনাল ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণের সাথে সমন্বয় সভায় তিনি এ তাগিদ দেন।



প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি এবং একই সাথে ব্যাংকটিকে অধিক লাভজনক করার জন্য সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

রাকাবের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নূরুল ইসলাম সভাপতিত্বে  সভায় আরও উপস্থিত ছিলেন তৌহিদা খাতুন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়), মোঃ মফিজুল হক, মহাব্যবস্থাপক (পরিচালন); মোঃ আজিজুল ইসলাম সরকার, মহাব্যবস্থাপক, রাজশাহী বিভাগ এবং আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন লীডস্ কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, ব্যাংকের রাজশাহী বিভাগের ৯ জোনের জোনাল ব্যবস্থাপক, ১৪ শাখার শাখা ব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নির্ধারিত সময়ে CBS বাস্তবায়নের মাধ্যমে রাকাবের ব্যাংকিং সেবা বৃদ্ধির আহ্বান সংবাদটির তথ্য ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মোঃ জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

আরও পড়ুন: রাকাবে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ ইদ্রিছ এর যোগদান