ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ একরামুল হক।

এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিলকুশা শাখার ব্যবস্থাপক ছিলেন।



একরাম ২০০৬ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাবুবাজার, বংশাল, মতিঝিল, বৈদেশিক বাণিজ্য, গুলশান শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান খুলনা এবং সর্বশেষ দিলকুশা শাখার ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মোঃ একরামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। র্দীঘ এক যুগ ধরে তিনি ন্যাশনাল ব্যাংক লিঃ এর বিভিন্ন শাখায় সফল শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

মোঃ একরামুল হক নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্য নগর গ্রামে একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি মোঃ একরামুল হক তার এ নতুন দায়িত্ব পাওয়ায় এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংক লিঃ ২০৪তম শাখা, ধানমন্ডি এক্সটেশন শাখার উদ্বোধন