ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকয়ার২৪.কম: ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সকল শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২০) কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে ব্যাবসায়িক ব্যবস্থাপক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এমপি। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ।

ব্যাংকটির ২০৯টি শাখা’র ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে এবং লক্ষমাত্রা অর্জনে সম্মিলিত এবং নিরলসভাবে কাজ করার আশা ব্যাক্ত করেন।

সম্মেলনে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম এ ওয়াদুদ, এএসএম বুলবুল, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্ সৈয়দ আব্দুল বারী, আরিফ মোঃ শাহেদুল হক, সৈয়দ রইস উদ্দিন ও একরামুল হক।

সন্ধ্যায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে  সম্মেলনটি শেষ হয়। দেশের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ন্যাশনাল ব্যাংকটি দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়া ব্যাংকটি দীর্ঘদিন ধরে ব্যাংকিং সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জনেও সক্ষমতা অর্জন করেছে।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত শিরোনামের সংবাদের তথ্য ব্যাংকটির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংককে স্বীকৃতি এবং ট্যাক্স কার্ড ও সম্মননা প্রদান