নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়ার সান্তাহারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে বৈশাখী অটো রাইস মিল মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

আজ শনিবার ( ৩ অক্টোবর ২০২০) দুপুরে সান্তাহার শহরের কলা বাগান নামক স্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ও সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় বৈশাখী অটোমেটিক রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করেন তারা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সান্তাহার-বগুড়া সড়কের পাশে বৈশাখী অটোমেটিক রাইস মিল নামের একটি চালকলে সরকারী বেঁধে দেওয়ার চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত টিম ওই চালকলে অভিযান চালায়।

এসময় রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়ায় অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে জরিমানার সময় আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার/এমএইচ