আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামীকাল ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। আগামী ৩ দিনের মধ্যে শীত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। আগামীকাল ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে পারে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস

সাত দিনে ৪ বার ডিম মুরগির দামে উঠানামা, ব্যবসায়ীর পোয়াবারো!

বেড়েছে ডাল তেল চিনিসহ ১৬ পণ্যের, কমেছে মুরগির দাম

এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১৫) কিঃ মিঃ। আজ বৃহস্পতিবার ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯% আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ১০ মিনিটে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমে শীত বাড়বে।

আবহাওয়াবিদরা জানান, ভোরের দিকে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার।

এগ্রিকেয়ার/এমএইচ