bty

এগ্রিকেয়ার২৪.কম কৃষি প্রযুক্তি ডেস্ক: ভাসমান পদ্ধতিতে সবজি চাষের সাফল্যের পর এবার হাওর অঞ্চলসহ অন্যান্য জায়গায় গো-খাদ্য সংকট নিরসনে ঘাস চাষের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয, বর্ষাকালে হাওর এলাকাসহ অনেক স্থানই পানিতে তলিয়ে যায়। যার ফলে গো-খাদ্যের সংকট চরম আকার ধারণ করে। ফলে কৃষকরা খাদ্য সঙ্কটের কারণে সস্তা দামে গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হয়।

এতে তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। তাই বাড়ির পাশের ডোবায় ও হাওরের পানিতে ভাসমান পদ্ধতিতে হাইব্রিড নেপিয়ার ঘাস চাষের বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

এতে করে আপদকালীন সময়ে খাদ্য সংকট থেকে গবাদি পশুকে রক্ষা করা যাবে। এ প্রযুক্তি সম্প্রসারণে জন্য কৃষি বিভাগ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গিপোতা হাওরের পাশে বড়কাশিয়া এলাকায় ভাসমান বেডে ঘাস চাষ প্রদর্শনী স্থাপন করে। নতুন এ প্রযুক্তি সম্পর্কে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ পদ্ধতিতে ঘাস চাষ সম্প্রসারিতা হলে কৃষকগণ আর্থিকভাবে লাভবান হবেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া  গ্রামের মসজিদ প্রাঙ্গনে ভাসমান ঘাস চাষ প্রযুক্তির উদ্বোধন করেন। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।