অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ উন্নয়নের মহাড়কে, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের সার্বজনীন মডেল বলে উল্লেখ করেছেন বেসরকারি আর্থিক ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।

সম্প্রতি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল আয়োজিত সেমিনারে টার্নিং চ্যালেঞ্জেস ইনটু অপরচুনিটিস : পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন ইরা ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করার সময়ে এ কথা বলেন।

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ তাঁর বক্তব্যে বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশর চ্যালেঞ্জ মোকাবেলা করতে মানব উন্নয়নে বিনিয়োগ, অবকাঠামোর উন্নয়ন, মানসম্মত শিক্ষা গবেষণা, উদ্ভাবনী শক্তির বিকাশ, সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও রপ্তানির বহুমুখীকরণ প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাড়কে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের সার্বজনীন মডেল। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহবান জানান।

ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিত্বে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।