বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ৮ম আসরের উদ্বোধন হয়েছে। ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের খেলার মধ্য দিয়ে আসরটি উদ্বোধন হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২০) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয় বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এর এ ৮ম আসর।

বিসিএল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাকিব হায়দার পাভেল ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক ইস্ট জোনের কোচ আব্দুল করিম জুয়েল, অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও সেন্ট্রাল জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দু’দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোনের অন্যান্য খেলোয়াড়বৃন্দ হলেন তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মো. জাকির হাসান, রুবেল হোসেন, পিনাক ঘোষ, আবু যায়েদ রাহি, মো. তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ আশরাফুল, রনি চৌধুরী, অমিত হাসান ও রেজাউর রহমান।

বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ৮ম আসরের উদ্বোধন সংবাদটির তথ্য ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: নতুন ঠিকানায় ইসলামী ব্যাংকের কুমিল্লা চকবাজার শাখা

প্রসঙ্গত, দেশের ব্যাংকিং সেবায় ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এছাড়া ব্যাংকটি গ্রাহক সংখ্যাও অনেক বেশি। কৃষিতেও সমান তালে অবদান রেখে চলেছে ব্যাংকটি।