নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টটিউট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার (H. E. Haji Haris Othman) এইচ ই হাজী হারিস অথম্যান।

গতকাল সোমবার (১ মার্চ ২০২১) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টটিউট পরিদর্শন করেন তিনি। এসময় তাঁকে ইনস্টিটিউটের ময়মনসিংহস্থ স্বাদুপানি কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রমসহ ইনস্টিটিউট উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হয়।

হাইকমিশনার ব্রুনাইয়ে মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ ও ব্রুনাই এর মধ্যে সাক্ষরিত MoU এর আওতায় বিএফআরআই এর কি কি সহযোগিতা গ্রহণ করা যায় এ বিষয়ে বাংলাদেশী বিজ্ঞানীদের সাথে মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় বিএফআর আই এর সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ মহোদয় দুদেশের মধ্যে সাক্ষরিত MoU এর আওতায় মৎস্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের উপর গুরুতারোপ করেন। পরিদর্শনকালে হাইকমিশনার বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি, চলমান গবেষণা কার্যক্রম এবং গবেষণার সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন।

এগ্রিকেয়ার/এমএইচ