বাকৃবি’র পিএইচডি ডিগ্রী কারিকুলামে

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- বাকৃবি’র পিএইচডি ডিগ্রী কারিকুলামে কোর্স অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে পদ্ধতিতে পিএইচডি ডিগ্রী সম্পাদন করতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২০) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিএইচ.ডি. ডিগ্রীকে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সমপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাকৃবির পিএইচ.ডি. ডিগ্রীর গুনগত মানোন্নয়নে এখন থেকে পিএইচ.ডি ডিগ্রীর কারিকুলামে কোর্স অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা স্ব স্ব বোর্ড অভ স্টাডিজ এর মাধ্যমে প্রক্রিয়ান্নিত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবি’র পিএইচডি ডিগ্রী কারিকুলামে কোর্স অন্তর্ভুক্তি বাধ্যতামূলক এ সিদ্ধান্ত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও এক ধাপ উচ্চতায় পৌঁছাবে।

আরও পড়ুন: বাকৃবিতে পোল্ট্রি বিজ্ঞানী প্রফেসর ড. আব্দুর রহমান স্মরণে শোক সভা অনুষ্ঠিত