বাকৃবি অফিসার পরিষদের নতুন

দীন মোহাম্মদ দীনু, বাকৃবি, এগ্রিকেয়ার২৪.কম: বাকৃবি অফিসার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

আজ রোববার (১ মার্চ, ২০২০) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২০ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামসুল আলম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামসুল আলম বলেন, এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা কৃষি ক্ষেত্রে দেশের বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। জাতীয় প্রবৃত্তিতে কৃষির অবদান সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় একটি পরিবার এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য আইনি কাঠামোর মধ্যে সকলকে সহযোগিতা করতে হবে, যোগ করেন ড. শামসুল আলম।

অভিষেক এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি একুশে পদক পাওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. শামসুল আলমকে ধন্যবাদ দেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রাকিব উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এর অধ্যক্ষ এবং বাকসুর সাবেক ভিপি ড. এ. কে. এম আব্দুর রফিক এবং বাকসুর সাবেক ভিপি মোঃ আব্দুস সালাম।

অফিসার পরিষদের বিদায়ী সভাপতি ড. মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে ধন্যবাদ দেয়ার পাশাপাশি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাকৃবি অফিসার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ খাইরুল আলম নান্নু।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এবং এডিশনাল রেজিস্ট্রার মোঃ অলিউল্লাহ, অফিসার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার জেসমিন খান এবং সেকশন অফিসার মোঃ মনোয়ার হোসেন।

প্রসঙ্গত, গত রোববার (৯ ফেব্রুয়ারি, ২০২০) নির্বাচনের মাধ্যমে বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২০ গঠন হয়। এতে সভাপতি হিসেবে মো. খাইরুল আলম নান্নু এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামানা আসাদ নির্বাচিত হন।

বাকৃবি অফিসার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা।

আরও পড়ুন: বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২০ এর পূর্ণাঙ্গ কমিটি