নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে কৃষিপণ্য হিসেবে একাধিক ফসল বীজ আমদানিতে মূসক (ভ্যাট) অব্যাহতির সুপারিশের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (৭ জুন) সংসদে বাজেট বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কৃষিপণ্যের ওপর শুল্ক-কর প্রণোদনা আমরা সব সময়েই করে থাকি। কৃষিপণ্য হিসাবে Coriander (ধনিয়া) Seed এবং Melon (তরমুজ) Seed কে বীজ হিসাবে রপ্তানিকারক দেশের প্রত্যায়ন প্রদানের শর্তে আমদানি পর্ায়ে মূসক অব্যাহতি প্রদানের সুপারিশ করছি।

প্রাণিসম্পদ রক্ষা ও প্রাণিসম্পদের বৃদ্ধি দেশের জন্য অপরিহার্্য বিবেচনা করে গবাদিপশুর গো খাদ্য ফসলবীজ (Fodder Crop Seed) হিসাবে Millet seed (বেল্ট বীজ) কে বীজ হিসাবে রপ্তানীকারক দেশের প্রত্যয়ন প্রদানের শর্তে আমদানি পর্ায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। ছবি: পিআইডি।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পাঠক কৃষি, মৎস্য, ডেইরি, প্রাণিসম্পদ খাতে বাজেটে আরও কী কী থাকছে সেগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবে এগ্রিকেয়ার২৪.কম। আমাদের নিউজগুলো পেতে ফেসবুক https://www.facebook.com/AgriCare24com-320632075085761/ পেজে লগইন করুন, প্রকাশিত নিউজ চলে যাবে আপনার ফেসবুক পেজে।