বাড়িতেই চিংড়ির বারবিকিউ। ছবি: সংগৃহীত

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: অলিভ অয়েলে রান্না চিংড়ির বারবিকিউ। ভোজনরসিকদের খাবারের প্রতি একটা আলাদা টান থাকে। আর বাড়িতেই চিংড়ির বারবিকিউ বানালে চোখ তো ছানাবড়া হবেই। বাড়িতেই বানানো যাবে, খুব বেশি তেল-মশলা থাকবে না, খেতেও ভাল হবে আবার মূল রান্নার প্রণালীতে খুব সময়ও লাগবে না। এই লোভনীয়  লেস স্পাইসি বারবিকিউড প্রন রেসিপি বাড়িতেই।

চিংড়ির বারবিকিউ উপকরণ:

গলদা চিংড়ি: ৬টি

রসুন কুচি: ১ টেবিল চামচ

চিলি ফ্লেক্স: স্বাদ মতো (ঝাল না খেলে দেবেন না)

অলিভ অয়েল: ৩ টেবিল চামচ

ডিমের কুসুম: ৫ টেবিল চামচ়

সরষে গুঁড়ো: এক চা চামচ

রসুন বাটা: আধ চা চামচ

পাতিলেবুর রস: ১ টেবিল চামচ

নুন: স্বাদ মতো।

আরও পড়ুন:লকডাউনে বাড়িতেই বানাতে পারেন শিঙাড়া

বানানোর প্রণালী: প্রথমে চিংড়ি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এ বার এতে রসুন কুচি, নুন, অলিভ অয়েল ও স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে মাছ ভাল করে মেখে ফয়েলে মুড়িয়ে নিন। এমন ম্যারিনেটের অবস্থায় ১ ঘণ্টা ফ্রিজে রাখুন।

এবার একটি পাত্রে ডিমের কুসুম, রসুন বাটা, পাতিলেবুর রস, নুন ও সরষে গুঁড়ো, দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এটাই ডিপ হিসেবে ব্যবহার করবেন।

এরপর বারবিকিউ আভেনকে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট প্রি-হিট করে নিন। আভেন গরম হয়ে গেলে মাছ ফ্রিজ থেকে বার করে তিন-চার মিনিট ধরে আভেনে রান্না করুন।

মাছের গায়ে লেবুর রস ছড়িয়ে একটা প্লেটে ডিপের সঙ্গে পরিবেশন করুন। যে কোনও বারবিকিউ পদই গরম গরম খাওয়ার মজা আলাদা।

আরও পড়ুন: মাংস বিরিয়ানি বানানোর কায়দা

বাড়িতেই চিংড়ির বারবিকিউ রেসিপি আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।