মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ‘দেশের মৎস্যসম্পদ উন্নয়নে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, (বিএফআরআই) ময়মনসিংহ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ইনস্টিটিউটের ময়মনসিংহ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  এবং চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সে বিশ্ববিদ্যালয় এর স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি এবং দেশের মৎস্যসম্পদ উন্নয়নে এসব প্রযুক্তির মাঠ পর্যায়ে ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।

২৯ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি।