নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বৃষ্টি ও শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। সকালের দিকে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দিলেও রাতে আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি রাতে কমতে পারে তাপমাত্রা।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিন আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে। আর বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজমাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তবাবে হালকা তেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দক্ষিণ অঞ্চলে তা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: এ সময়ের বৃষ্টিতে মাঠের ফসল সুরক্ষায় বিশেষ পরামর্শ

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খুলনায় ৪৫ মি.মি.। এছাড়া ঢাকায় ১১, রাজশাহীতে ২৫, ঈশ্বরদীতে ৩৫, দিনাজপুরে ৪১, গোপালগঞ্জে ২৬, তারাশে ৩৫, রাজারহাটে ২৯ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি দেশের প্রায় সব স্থানেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় (৮ থেকে ১২) কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ কি.মি.। আজ সন্ধ্যায় ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে আর সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে। বৃষ্টি ও শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস শিরোনামের সংবাদটির তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।