পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের বিভিন্ন স্থানের খামারিদের কাছ থেকে সংগ্রহ করা বৃহস্পতিবারের (২৬ মার্চ) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম নিচে তুলে ধরা হলো। এ দাম আশপাশের বাজার যাচাই বাছাই করে নিজের পণ্যে বিক্রি করতে হবে।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট) লাল ডিম=৭.৩০, সাদা ডিম=৬.৩০ টাকা। ডাম্পিং মার্কেট= লাল (বাদামী) ডিম=৬..৩০, সাদা ডিম=৫.০০ টাকা।

গাজীপুর:- লাল (বাদামী) ডিম=৬.২৫, সাদা ডিম=৪.৯৫, ব্রয়লার মুরগী=৫৫/কেজি, কালবার্ড লাল=১০৫/কেজি, কালবার্ড সাদা=৭৫/কেজি, সোনালী মুরগী =১৩৫/কেজি টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =১০-১২, লেয়ার সাদা =৬০, ব্রয়লার=০৩-০৪ টাকা।

চট্টগ্রাম:- লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী=৮০/কেজি, কালবার্ড লাল=১৪৫/কেজি, সোনালী মুরগী =১৮০/কেজি টাকা।

রাজশাহী:- লাল (বাদামী) ডিম=৫.৮০, সাদা ডিম=৪.২০, ব্রয়লার মুরগী =৮০/কেজি, কালবার্ড লাল=১৪০/কেজি, কালবার্ড সাদা=১১০/কেজি, সোনালী মুরগী =১৬০/কেজি টাকা।

খুলনা: কালবার্ড লাল=১৪০/কেজি, কালবার্ড সাদা=১৩০/কেজি টাকা।

বরিশাল: লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী=৬০/কেজি, কালবার্ড লাল=১৬০/কেজি, সোনালী মুরগী =১৭০/কেজি টাকা।

ময়মনসিংহ:- লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী =৬০/কেজি, কালবার্ড লাল=১৩০/কেজি, সোনালী মুরগী =১৫৫/কেজি টাকা।

সিলেট= লাল (বাদামী) ডিম=৬.৩০, ব্রয়লার মুরগী=৬৫/কেজি টাকা। রংপুর:- লাল (বাদামী) ডিম=৫.৯০ টাকা। কাজী(রংপুর): বাচ্চার দর:- লেয়ার লাল =১৩-১৪, লেয়ার সাদা =৪০, ব্রয়লার=০২-০৪ টাকা।

বগুড়া: লাল (বাদামী) ডিম=৬.৫০, ব্রয়লার মুরগী=৭০/কেজি, সোনালী মুরগী =১৫০/কেজি টাকা। সিপি(বগুড়া): লাল (বাদামী) ডিম=৬.২০ টাকা।

টাংগাইল: লাল (বাদামী) ডিম=৬.১০, ব্রয়লার মুরগী=৫০/৫৫কেজি টাকা।  (সখিপুর):- লাল (বাদামী) ডিম=৬.০০, সাদা ডিম=৪.৫০ টাকা। বাচ্চার দর:- লেয়ার লাল =১০-১৫, ব্রয়লার=০৩-০৫  টাকা।

নরসিংদী: লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী=৬০/কেজি, কালবার্ড লাল=২৫০/পিছ টাকা।

কাজী(ফরিদপুর): লাল (বাদামী) ডিম=৬.৫০ টাকা।

কুমিল্লা:- লাল (বাদামী) ডিম=৬.২০, ব্রয়লার মুরগী=৮০/কেজি, কালবার্ড লাল=১৫০/কেজি, সোনালী মুরগী=১৬০/কেজি টাকা।

যশোর:- লাল (বাদামী) ডিম=৬.৫০, ব্রয়লার মুরগী=৬০/কেজি টাকা।

পাবনা:- লাল (বাদামী) ডিম=৬.২০ টাকা, সোনালী মুরগী =১৪০/কেজি টাকা।

কক্সবাজার:- লাল (বাদামী) ডিম=৬.২০, সাদা ডিম=৬.০০, ব্রয়লার মুরগী=৮০/কেজি, কালবার্ড লাল=১৮০/কেজি, কালবার্ড সাদা=১৪০/কেজি, সোনালী মুরগী=১৮০/কেজি টাকা।

পিরোজপুর (স্বরুপকাঠী:- লাল (বাদামী) ডিম=৬.০০, সাদা ডিম=৫.৫০ টাকা।

বৃহস্পতিবারের (২৬ মার্চ) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বি.পি.আই.এ), বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি) এর প্রতি। মো:শিমুল হক রানাকে ধন্যবাদ।