নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। কাঁচামরিচ সররবাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঢুকছে মরিচ।

গতকাল একদিনেই ২৫টি ট্রাকে প্রায় ১০৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

আমদানি অব্যাহত থাকায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। একদিন আগেও বন্দরে আমদানীকৃত প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কাঁচামরিচের দাম কমায় খুশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।

পড়তে পারেন: আমদানি করা কাঁচা মরিচের কেজিতে কমেছে ২০ টাকা

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি পাওয়ার পর দীর্ঘ নয় মাস পর ৬ আগস্ট থেকেই বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর গত মঙ্গলবার বন্দর দিয়ে পুনরায় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকালই বন্দর দিয়ে এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচামরিচ আমদানি হয়েছে। বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ১০৩ টন ৯৭০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে।

পড়তে পারেন: গাঁজর ১৬০, দ্বিগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম

এদিকে রাজশাহীর বাজারে দেশীয় মরিচের কেজি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কাঁচা মরিচের আমদানির কারণে বাজারে সরবরাহ বেড়েছে। ফলে ২০০ টাকা কেজির মরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি হিসেবে।

এগ্রিকেয়ার/এমএইচ