অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভারতে সরকারি গুদামগুলোতে বাড়তি মজুদ রয়েছে ছোলা। মজুদকৃত ছোলা বাজার উন্মুক্ত হওয়ায় ভারতজুড়ে কমতে শুরু করেছে ছোলার দাম বলে জানিয়েছে খাতসংশ্লিষ্টরা ।

ভারতে কমতে শুরু করেছে ছোলার দাম বিষয়ে খবর প্রকাশ করেছে বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।

দেশটিতে চলতি বছরের জুলাইয়ে পণ্যটির দাম বেড়েছিল অন্তত ২৩ শতাংশ। তবে চলতি মাসে বাজার পরিস্থিতি পুরোপুরি বদলে রফতানিযোগ্য ছোলার দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। এটি হয়েছে চলতি মাসের (সেপ্টেম্বরের) প্রথম ১০ দিনে।

এনসিডিইএক্সে ১ সেপ্টেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি কুইন্টাল ছোলা ৫ হাজার ৩৮ রুপিতে (ভারতীয় মুদ্রা) বিক্রি হয়েছিল। ১০ সেপ্টেম্বর নাগাদ পণ্যটির দাম কুইন্টালপ্রতি ৪ হাজার ৮০০ রুপিতে নেমে এসেছে। ২৮ জুলাইয়ের পর এটাই ছোলার সর্বনিম্ন দাম।

এ বিষয়ে মহারাষ্ট্রভিত্তিক কেদিয়া অ্যাডভাইজরির পরিচালক অজয় কেদিয়া বলেন, সরকারি গুদামে ছোলা মজুদ বেড়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে অন্তত তিন লাখ টন ছোলা খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। এর জের ধরে বাজারে চাহিদার তুলনায় ছোলার সরবরাহ রয়েছে বেশি, যা ভারতে পণ্যটির দরপতনে প্রভাবক হিসেবে কাজ করেছে। তবে আগামী দিনগুলোয় প্রতি কুইন্টাল ছোলার দাম ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ১০০ রুপির মধ্যে অবস্থান করতে পারে।

আরোও পড়ুন: জেনে নিন কাঁচা ছোলার অবিশ্বাস্য গুণ

কাঁচা ছোলা খাবার পর ভুল করেও যে দুই খাবার খাবেন না

বাড়তি সরবরাহের বিপরীতে বাজারে ছোলার বেচাকেনা নেই বললেই চলে। রফতানি চাহিদাও রয়েছে স্থবির। এ পরিস্থিতিতে পণ্যটির দাম কমে কুইন্টালপ্রতি ৪ হাজার ৮০০ রুপিতে নেমে এসেছে বলে জানান এডেলুইস রুরাল অ্যান্ড কোঅপারেটিভ সার্ভিসের গবেষণা শাখার প্রধান পিরানা।

তিনি আরো বলেন, সামনে দিপাবলি আসছে। উৎসবের মৌসুমে বেচাকেনা আগের তুলনায় বাড়লে ছোলার মূল্যবৃদ্ধি ঘটতে পারে। কেননা পণ্যটির রফতানি বৃদ্ধির সম্ভাবনা বেশ ক্ষীণ। আর অভ্যন্তরীণ বাজারে বেচাকেনা না বাড়লে ছোলার দাম আরো কমে কুইন্টালপ্রতি ৪ হাজার ৫০০ রুপির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতে কমতে শুরু করেছে ছোলার দাম শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।