ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গতকাল বুধবার ভারতে কোভিড-১৯ করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ আবার ৬০ হাজার পার করেছে।তার আগে মঙ্গলবার ৫৫ হাজারে নেমেছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯৬৩ জন। সুতরাং সরকারি হিসেবেও ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ পেরিয়ে গেল।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ২৯ হাজার ৬৩৮। বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯১ জন।

আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৪৩ ৯৪৮ জন, অর্থাৎ মোট আক্রান্তের ২৭.৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৮৩৪ জন।

আরোও পড়ুন: সবজি মুদি দোকানিদের করোনা পরীক্ষার নির্দেশ

অপরদিকে কেন্দ্রিয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , বুধবার কিন্তু দেশে সুস্থতার হারও ৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। আর মৃত্যুহার নেমে এসেছে ১.৯৮ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ১১০ জন। এটা রেকর্ড।জুলাইয়ের গোড়ার দিকে দৈনিক সুস্থতার সংখ্যাটা ঘোরাফেরা করত ১৫ হাজারের আশপাশে। অগস্টের গোড়ায় সেটাই ৫০ হাজার পার করে গিয়েছে। দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার মোট সংখ্যা এখন ১৬ লক্ষ ৩৯ হাজার ৫৯৯।

স্বাস্থ্য বিভাগ অনুযায়ী ‘‘ক্রমশই বেশি সংখ্যক রোগী সুস্থ হচ্ছেন, হাসপাতাল এবং হোম আইসোলেশন থেকে ছাড়া পাচ্ছেন। সে কারণেই সুস্থতার সংখ্যা ১৬ লাখ পার করতে পেরেছে। সুস্থতার হারও ৭০.৩৮ শতাংশে পৌঁছেছে। মৃত্যুহারেও অন্যান্য দেশের তুলনায় ভারত ভাল অবস্থানে (১.৯৮ শতাংশ) রয়েছে।’’

সুস্থতার ক্রমবর্ধমান হারের পিছনে করোনা পরীক্ষার হার বাড়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ । মঙ্গলবার দেশে ৭ লক্ষ ৩৩ হাজার ৪৪৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এটাও রেকর্ড। এই নিয়ে মোট ২ কোটি ৬০ লক্ষ মানুষের পরীক্ষা হল দেশে। প্রতি দশ লক্ষে পরীক্ষার হার এখন ১৮ হাজার ৮৫২।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লাখ পেরিয়ে শিরোনামে সংবাদ আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।