ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ভারতে গোলমরিচের বাজারে লকডাউনের প্রভাব পড়েছে সামান্যই। মৌসুমি ব্যবসা জমজমাট থাকায় ও মজুদ প্রবণতার কারণে মসলা পণ্যটির দাম বাড়তির দিকে রয়েছে। বাড়তে বাড়তে গত কয়েক দিনে দেশটির বাজারে গোলমরিচের কেজি ৩০০ রুপি (ভারতীয় মুদ্রা) ছাড়িয়ে গেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় দেশটির বাজারে প্রতি কেজি গোলমরিচের দাম ছিল ২৮৫ রুপি। বর্তমানে প্রতি কেজি গোলমরিচের দাম ৩২৫ রুপিতে উঠেছে। অর্থাৎ, এক মাসের কিছু বেশি সময়ে ভারতে রফতানিযোগ্য মসলা পণ্যটির দাম কেজিতে ৪০ রুপি বা ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

কর্ণাটক ও কেরালায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদন হয়। স্থানীয় ট্রেডারার জানান, লকডাউনের শুরুর দিকে অনেক চাষী বাজার হারানোর আশঙ্কায় আগাম গোলমরিচ বিক্রি করে দিয়েছিলেন। এ কারণে ওই সময় মসলা পণ্যটির দরপতনের আশঙ্কা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করে। যেহেতু এটি শুকনো রফতানি পণ্য, নষ্ট হয়ে যাওয়ার ভয় কম, তাই অনেকে সংগ্রহের পরপর বিক্রির আশায় গোলমরিচ মজুদ করে রাখছেন। এ প্রবণতা গোলমরিচের দাম বাড়িয়ে দিয়েছে।

আরোও পড়ুন:খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৬০ হাজার টন গম কিনল সৌদি আরব

কর্ণাটক প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রোহান কোলাকো বলেন, শুরুতে ভেবেছিলাম গোলমরিচের কেজি ২৫০-২৬০ রুপিতে নেমে আসবে। তবে মজুদ প্রবণতা রফতানিযোগ্য মসলা পণ্যটির দাম কেজিপ্রতি ৩২০ রুপির ওপরে নিয়ে গেছে।