হিলি প্রতিনিধি (দিনাজপুর), এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে দেশের চালের বাজারে প্রভাব পড়েছে। আমদানির প্রভাবের সাথে যোগ হয়েছে নতুন ধানের চাল। ফলে বাজারে সরবরাহ ভালো হওয়ায় দাম কমেছে চালের।

দিনাজপুরের বাজারগুলোতেএক সপ্তাহের ব্যবধানে চালের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। আমদানিকারকরা বলছেন, বাজারে চালের বাড়তি চাহিদা নাই। ফলে চালের দাম সামসেন বাড়ার সম্ভাবনা নাই।

চাল বিক্রেতা কুন্ড জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে চাল আমদানি হওয়ার কারণে দেশের বাজারে চালের দামে প্রভাব পড়েছে। এছাড়া কৃষকের ঘরে নতুন ধান উঠতে শুরু করেছে। এতে করে চালের খুচরা বিক্রি কমে গেছে। প্রথম অবস্থায় ধানের দাম মণপ্রতি ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ থাকলেও বর্তমানে ১ হাজার ২০০ টাকায় নেমেছে। ধানের দাম কমার কারনে চালের দাম কমেছে।

হিলি বাজারের চাল বিক্রেতা অনুপ জানান, আঠাশ জাতের চাল তিন-চারদিন আগে ছিল ৫৮ টাকা। সেটির দাম ৫৫-৫৬ টাকায় নেমেছে। মিনিকেট জাতের চাল ৬৮-৭০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যান্য চালের দামও কমেছে। চালের দাম কয়েক দিনের তুলনায় কিছুটা কম হওয়ার কারণ ভারত থেকে চাল আমদানি হচ্ছে। স্বর্ণা-৫ জাতের চাল আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪৫ টাকায় নেমেছে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

চালের দাম বেশি নেওয়ায় জরিমানা ৭০ হাজার

চালের দাম নিয়ন্ত্রণে ধান মজুদ বাড়ানোর উদ্যোগ

চালের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট

মন্দা আতঙ্কে বাড়ছে চালের বাজার

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রয়েছে। আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন ১০-১৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২০-২৫ ট্রাকে উন্নীত হয়েছে। তবে কয়েকদিন ধরে চাল খালাসের পরিমাণ কিছুটা কম। বন্দর দিয়ে ১-১২ ডিসেম্বর ১৮১টি ট্রাকে ৮ হাজার ৮২৪ টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে এখনো বন্দরের অভ্যন্তরে ৫৬ ট্রাক চাল খালাসের অপেক্ষায় রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সরকার কম দামে খোলাবাজারে চাল বিক্রি করছে, যা দামের ওপর প্রভাব ফেলেছে। এছাড়া দেশের বাজারে চালের তেমন চাহিদা নেই। তাই আমদানিকারকরা বন্দর থেকে চাল খালাসের পরিমাণ কমিয়ে দিয়েছেন। এমন অবস্থা বজায় থাকলে সামনের দিনে চালের দাম বাড়ার সম্ভাবনা নেই। বর্তমানে আমদানীকৃত আতপ চাল ৪২ থেকে কমে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা জাতের চাল সাড়ে ৪৮ থেকে কমে প্রকারভেদে ৪৩-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ