নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দেড় থেকে দুই গুণ। ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। জ¦ালানি তেলের দাম বাড়ার কারণেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, সবজির পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে প্রভাব পড়েছে কাঁচাবাজারে। উৎপাদন খরচ ও শ্রমিক মূল্য বেড়েছে আগের তুলনায়। সব মিলিয়ে বেশি দামেই সবজি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

অন্যদিকে কৃষকরা বলছেন, আগের তুলনায় সার ও কীটনাশকের দাম দ্বিগুণ হয়েছে। খরার কারণে সবজি বীজ রোপনের সময় ভালো অঙ্কুরিত হতে পারেনি। পরবর্তীতে সবজি চাষের পরিমাণ কমে যায়। এতে বাজারে আগের তুলনায় সেরকম ভরপুর সবজি নেই। সামান্য টান পড়ার কারণেই বেশি দামে বিক্রি হচ্ছে সবজি।

পড়তে পারেন: ডিম-মুরগির দামে খুশি খামারিরা, আরও বাড়তে পারে দাম

অন্যদিকে পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীরা বলছেন, খামারে পর্যাপ্ত মুরগি নেই। বাজারে কিছুটা টান পড়েছে ফলে দাম বেড়েছে পোল্ট্রির।

আজ শুক্রবার (১২ আগস্ট ২২) রাজশাহীর সাহেববাজার কাঁচাবাজার, উপশহর নিউমার্কেট ঘুরে এসব তথ্য জানা গেছে।

সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য জিনিসের দাম বাড়ার কারণে সবজির দামও বাড়তি। পটল, বেগুন, কাঁকরোল, ঢেঁড়স, করলাসহ প্রায় সব সবজিই বাজারে আছে। তওব, পরিমাণে সামান্য কম।

বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা বেরেছে ২০ টাকা, দেশি আলু ২৫ টাকা, ডায়মন্ড-কার্ডিনাল আলু ২০ টাকা, কাচা মরিচ ১৬০ টাকা িেক বেরেছে ৪০ টাক, লাউ প্রতি পিস ৪০ টাকা বেরেছে ২০ টাকা, কাঁচা পেঁপে প্রতি কেজি ২৫ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, ক্ষীরা- শশা প্রতি কেজি ৩০ টাকা।

পড়তে পারেন: বর্ষায় ছাদে সবজি বাগান, জানুন কৌশল

রাজশাহীর সাহেববাজারের সবজি ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, সবজির দাম বাড়ার একমাত্র কারণ সবকিছুর দাম বেড়েছে। যখন একটা জিনিসের দাম বাড়বে আর আরেকটা জিনিসের দাম কম থাকবে বাংলাদেশে এমন হয়না। সব ব্যবসায়ীরাই লাভ করতে চাইবে।

মসলার বাজারে দেখা যায়, জিরার দাম কিছুটা পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি বিক্রি বেরেছে ৬০ টাকায়। জিরা বিক্রি হচ্ছে বাজাওে কেজিতে ৪৪০ টাকা। দারচিনি কেজি ৪০০ টকা, এলাচ ১০ গ্রাাম ৪০ টাকা, লবঙ্গ ১০ গ্রাম২০ টাকা, গোল মরিচ ১০ গ্রাম ১৫ টাকা।

পড়তে পারেন: ভাসমান পদ্ধতিতে সবজি চাষে ৫ গুণ বেশি ফলন

কেজিতে বেরেছে মুরগীর দাম ব্রয়লার ১৫ টাকা, সোনালীতে ১০ টাকা। তবে সরিষার তেলের দাম কমেছে লিটারে ১০ টাকা। রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা । আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৭০ টাকা, গতকাল কেজিতে ছিল ২১০ থেকে ২৩০ টাকা।

এদিকে বাড়তে শুরু করে পেঁয়াজের দামও। ৪০ থেকে ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম বেরে এখন থেকে ৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। রসুনে বেরেছে কেজিতে ২৫ টাকা। আদায় দাম কেজিতে ২০ টাকা বেওে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

সয়াবিন তেরের দাম বাড়তি লিটার দাম বেড়ে দারায় ১৯৫ টাকা, আবার কমে যায় সরিষা তেলের দাম। গত শুক্রবারে একটু কম দামে বিক্রি হয়েছে । আজ প্রতিকেজি ২৫ টাকা বেরেছে। এছাড়া সামনে তেলের দাম কতটা বারবে তা নিশ্চয়তা নেই। বাংলাদেশে কখন কোন জিনিসের দাম কত বাড়বে কেউ জানেনা।

এগ্রিকেয়ার/এমএইচ