আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে ফ্রান্সে। ফলে দেশটিতে চলতি বছর ভুট্টা উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ১৯৯০ সালের পর এরকম ভয়াবহ খরা দেখা যায়নি। ওয়ার্ল্ড গ্রেইন ডটকমের তথ্যমতে ভুট্টা উৎপাদন প্রায় তিন দশকের সর্বনিম্নে নামার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গত বছর দেশটিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছিল। তবে এ বছর সে সময়ের তুলনায় উৎপাদন ২৯ শতাংশ কমেছে। আর পাঁচ বছরের গড় হিসাবের তুলনায় উৎপাদন কমবে ২১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের ব্রেড বাস্কেট খ্যাত দেশটিতে নিম্নমুখী উৎপাদন এ অঞ্চলের কৃষিপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। খরার এর প্রভাবে দেশটির কৃষি মন্ত্রণালয় ভুট্টা উৎপাদন পূর্বাভাসে ১ কোটি ১১ লাখ ৫০ হাজার টন থেকে কমিয়ে ১ কোটি ৭ লাখ ৪০ হাজার টন ধরা হয়েছে। ১৯৯০ সালের পর এবারই প্রথম উৎপাদন এতটা নিচে নামার আশঙ্কা করা হচ্ছে।

এ বছর ৭৮ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদের প্রক্ষেপণ করা হয়েছে। এর আগের বছর আবাদ হয়েছিল ৮১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে। সে হিসাবে আবাদও অনেক কমতে যাচ্ছে।

মূলত গ্রীষ্মকালীন খরার কারণেই উৎপাদন ও আবাদ কমার পথে। সেচ ছাড়াই ভুট্টা উৎপাদন হওয়ায় এ খরায় শস্যটির উৎপাদন বেশি ব্যাহত হবে। তবে যেসব শস্য সেচের মাধ্যমে উৎপাদন হয়, সেগুলোর ক্ষেত্রে খরার প্রভাব কম থাকবে।

ফ্রান্সভিত্তিক স্ট্র্যাটেজি গ্রেইনস এক প্রতিবেদনে জানায়, চলতি বছর ইউরোপে গম উৎপাদনও কমে যেতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ বিপণন মৌসুমে এ অঞ্চলে গম উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১২ কোটি ৪১ লাখ টনে। ২০২১-২২ মৌসুমে যা ছিল ১২ কোটি ৯৮ লাখ টন।

পড়তে পারেন: সাড়ে ৬৬ হাজার টন গম-ভুট্টা রপ্তানি করবে ইউক্রেন

এদিকে দেশে ভুট্টা আমদানির পরিমাণ বেড়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত দুই মাসে ৩১ কোটি ৬৯ লাখ টাকার ভুট্টা আমদানি করা হয়েছে বলে জানিয়েছে ভোমরা শুল্কস্টেশন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাজারে চাহিদা থাকায় আমদানি বেড়েছে কৃষিপণ্যটির। আমদানি করা এ ভুট্টা বিভিন্ন অঞ্চলে মাছ, পোলট্রি ও গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। কৃষিজাত পণ্যটি আমদানি বাড়লেও তাতে সরকারের কোনো রাজস্ব আসে না বলে জানিয়েছেন ভোমরা শুল্কস্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান। তবে সম্প্রতি ভুট্টার আমদানি বেড়েছে বলেও জানান তিনি।

পড়তে পারেন: ইউক্রেনে ভুট্টার উৎপাদন কমছে

ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ বেশি আমদানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ভুট্টা আমদানি করা হয়েছে ৯ হাজার ৯১২ টন। এর মধ্যে গত জুলাইয়ে ৭ হাজার ৫৪৪ টন এবং আগস্টে ২ হাজার ৩৬৮ টন। যার মূল্য ৩১ কোটি ৬৯ লাখ টাকা।

এর আগে গত অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ৭ হাজার ১৬ টন ভুট্টা আমদানি হয়েছিল। যার মোট মূল্য ছিল ১৯ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি বেড়েছে ২ হাজার ৮৯৬ টন, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

এগ্রিকেয়ার/এমএইচ