মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৪৪ কেজি ৮৮৩ গ্রাম রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার চকহরিবল্লভ আবাসন প্রকল্পের ৩টি পুকুরসহ মোট ৯টি জলাশয়ে রুই জাতীয় অর্থাৎ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. গোলাম রাব্বানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমুখ।

এগ্রিকেয়ার/ এমএইচ