মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পুকুরে মাছের আঁইশ উঠে যাওয়া মাছ চাষিদের জন্য একটি বড় সমস্যা। সাধারণত পুকুরে অ্যারোমোনাস ব্যাকটেরিয়ার আক্রমন হলে এমনটা হয়। এর ফলে মাছের উজ্জ্বলতা হারায় এবং মাছের বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়। তবে খুব সহজেই এ রোগের প্রতিকার করা সম্বব।

রোগের লক্ষণ: মাছের আঁইশের গোড়ায় রস জমে আঁইশ ঢিলা হয়ে যায়। চামড়া উজ্জ্বলতা হারায় এবং মাছ অলসভাবে চলাফেরা করে।মাছ খাদ্য গ্রহণ করে না।

প্রতিকার: পুকুরে জৈবসার প্রয়োগ কমাতে হবে।চুন বা ব্লিচিং পাউডার দিয়ে পুকুর শোধন করতে হবে। এক কেজি ওজনের মাছে ১০ মিলিগ্রাম হারে সপ্তাহে ২ বার ক্লোরোমাইসন ইনজেকশন দিতে হবে।

আর ১ লিটার পানিতে ২০ মিলিগ্রাম ক্লোরোমাইসন মিশিয়ে প্রতি ৪ দিন পর পর ২৪ ঘন্টা মাছকে রাখতে হবে। তবেই মাছের ব্যাকটেরিয়াজনিত এ সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। সম্পাদনা: লিটন সরকার, সুত্র: কৃষিকথা।