নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র আওতাধীন মিলসমূহে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাট ক্রয় করা যাবে।

গত ৩১ জানুয়ারী ২০১৯ তারিখে এক প্রজ্ঞাপনমূলে বিজেএমসি এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, (বিজেএমসি)’র আওতাধীন মিলসমূহে পাটক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী লুজ পাট ক্রয়ের বিষয়ে সুপারিশ প্রদান করা হয়।

সিদ্ধান্তে বলা হয়, মিলঘাটে বেলা পাট ক্রয়ের পাশাপাশি লুজ পাট ক্রয় করা যাবে। কোন ক্রমেই এজেন্সি হতে লুজ পাট প্রেরণ করা যাবে না। মিলের আউটটার্ন রেজিস্টারে পাটের শ্রেণীভিত্তিক আউটটার্ন এর শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

পাটচাষী ও ক্ষুদ্র পাট ব্যবসায়িদের দীর্ঘ দিনের দাবীর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  এর আগে  ৭ আগস্ট ২০১৬ এ  বেল আকারে পাট ক্রয়রে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।