নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর পবা উপজেলায় পরীক্ষামূলক ভাবে নমুনা শস্য কর্তন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২০) সকালে উপজেলার বাগসারা তেঘর গ্রামের মাঠে এ শস্য কর্তন করা হয়।

আরও পড়ুন: মহাদেবপুরে আমন ধানের নমুনা শস্য কর্তন

পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি মৌসুমে ব্রি-ধান ৪৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়। শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক।

আরও পড়ুন: জামালপুরে আমন ধানের নমুনা শস্য কর্তন

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার তপন রায়। এছাড়াও  উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপ-সহকারি কর্মকর্তা মজিবর রহমান, তৈয়ব আলী, কৃষক আলহাজ্ব মামুনুর রশিদ সরকার, আব্দুস সামাদ, পবা পরিসংখ্যান অফিসের তদন্তকারি শরীফা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার / এমবি