নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর, ২০২০) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করা হয়।

আরও পড়ুন: রাজশাহীর পবায় হত দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক ভাবে ভিক্ষকুকরা যেন জীবন পরিচালনা করতে পারে সে জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সরকার। সেই কর্মসূচীর আওতায় রাজশাহী জেলা প্রশাসকের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন নারী ও ২১ জন পুরুষ ভিক্ষুকের মাঝে বিতরণ ২৬টি গাভী বিতরণ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৯৩ হাজার টাকা  বলে জানা গেছে।

আরও পড়ুন: গয়াল ও তিতির পালন, গরু মোটতাজাকরণে ও বায়োফ্লক মাছ চাষে মিলবে কৃষি ঋণ

গাভী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয় আজাহার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার / এমবি